kalerkantho


গাজীপুরে ৯ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০গাজীপুরে মাদক কারবার ও সেবনের অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আলম ওই কারাদণ্ড প্রদান করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, শুক্রবার রাতে বাসন থানার দিঘীরচালা ও বাসন এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদক কারবারি ও সেবনকারীকে আটক করে পুলিশ। আটককৃতদের শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক কারবারি মো. জাকির হোসেন (২১), সোহাগ (২০), রবিউল ইসলাম (২৩) ও সোহেল রানাকে  (৪০) ছয় মাস করে এবং সেবনের দায়ে শফিকুল ইসলাম (২০), আলামিন (২৩), রানা (২১), মোহাম্মদ আলী (৪২) ও শাহ আলমকে (২৬) এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের আলম।মন্তব্য