kalerkantho

ছবির ঢাকা

৮ আগস্ট, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবির ঢাকা

মিচেল সাহেবের বাড়ি

শিল্পী : হেনরি ব্রিজেস মোলসওয়ার্থ। সময় : ১৮৭৮-৮০ সালের মধ্যে

 

প্রকৌশলী হেনরি ব্রিজেস মোলসওয়ার্থ কাজের সূত্রে ঢাকায় এসেছিলেন। এ সময় ঢাকার আশপাশের বেশ কিছু ছবি এঁকেছিলেন তিনি। জলরঙে আঁকা এসব ছবির মধ্যে আছে ঢাকার চাঁদনী চকের ‘ওয়াটার ওয়ার্কস’, ফুলবাড়িয়া, সাভার, মিরপুর, কেরানীগঞ্জ, তুরাগ, শ্রীপুর, টঙ্গী পুল, গোড়ান প্রভৃতি। সেসব ছবিরই একটি মিরপুরে মিচেল সাহেবের বাড়ি। নদীর পাশে একতলা পাকা বাড়ি। নদীর দিকে মুখ করে বানানো এই বাড়ির নির্মাণরীতিতে উনিশ শতকের প্রচ্ছন্ন ছাপ পাওয়া যায়।  রিদওয়ান আক্রাম

মন্তব্য