kalerkantho

ছবির ঢাকা

কুঁড়েঘর- সংবলিত এক মসজিদের ধ্বংসাবশেষ
১৮১০ সাল

৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ছবির ঢাকা

স্যার চার্লস ডয়লির আমন্ত্রণে ১৮০৮ সালের জুলাই মাসে ঢাকায় আসেন পেশাদার আইরিশ শিল্পী জর্জ চিনারি। উঠলেন বন্ধুর বাড়িতেই। সেখানে নিজের আঁকাআঁকি তো চলছিলই, পাশাপাশি চলছিল ডয়লিকে ছবি আঁকার শিক্ষাদানও। একসময় গুরু-শিষ্য মিলে ঢাকার বেশ কিছু ছবিও এঁকে ফেললেন। ডয়লির ‘অ্যান্টিকুইটিজ অব ঢাকা’তে স্থান পাওয়া চিনারির চারটি ভিনিয়েটের (বইয়ের নামপত্রে কিংবা অধ্যায়ের শুরুতে বা শেষে অলংকরণমূলক নকশা) সঙ্গে এটির ধরন মিলে যায়। চিনারির আঁকা ছবিটি ঢাকা কিংবা তার আশপাশের এলাকার হতে পারে।

 

রিদওয়ান আক্রামমন্তব্য