kalerkantho


পারস্পরিক সম্মান অনেক বড় বিষয়

ফারাহ দীবা
সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

১ নভেম্বর, ২০১৭ ০০:০০পারস্পরিক সম্মান অনেক বড় বিষয়

সংসার হচ্ছে কয়েকজন মানুষের মিলেমিশে থাকার একটি জায়গা। এখানে যেমন স্বামী-স্ত্রীর মধ্যে শতভাগ মিল থাকবে না, তেমনি অমিল থাকবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও। কিন্তু সবাই মিলে এক ছাদের নিচে থাকতে গেলে সমঝোতার মধ্য দিয়ে যেতে হবে। তাহলে পরিবারটি একটা শান্ত দিঘির মতো বয়ে চলবে। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আমি শ্রদ্ধাটাকে প্রাধান্য দেব। পারস্পরিক সম্মান অনেক বড় বিষয়। সন্তানের যদি মা-বাবার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে তারা চেষ্টা করবে মা-বাবাকে সুখী রাখতে। আবার একটা সংসারে আমরা বউ-শাশুড়ি বিষয়টিও দেখি। এই সম্পর্কটি সব সময় একটা টানাপড়েনের মধ্যে থাকে। কিভাবে এই টানাপড়েন কাটিয়ে ওঠা যায় সেটা খেয়াল রাখতে হবে। প্রত্যেক সদস্য যদি তাদের নিজেদের অবস্থান থেকে পরিবারের প্রতি আন্তরিক থাকে, তাহলে আমি মনে করব, পরিবারটি সুন্দর-সুস্থির হবে। পারিবারিক বন্ধন যখন দৃঢ় হবে তখন সামাজিক বিশৃঙ্খলা কমে যাবে অনেকটা।মন্তব্য