kalerkantho

ভারতে ভবন ধসে দুজন নিহত

অনেকে আটকা

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের কর্ণাটক রাজ্যে গতকাল মঙ্গলবার নির্মাণাধীন পাঁচতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু ব্যক্তি আটকা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশের ডেপুটি কমিশনার নাগেশ ডি এল বলেছেন, ‘ধ্বংসস্তূপ থেকে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা এখনো ভবনের নিচে বেশ কিছু লোক রয়েছে। তবে এ ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা নেই। স্থানীয়দের মতে, অন্তত ১৫ জন আটকা পড়েছে।’

মন্তব্য