২০১৭-১৮ সালে দেশের সব জাতীয় রাজনৈতিক দল যে টাকা চাঁদা বা অনুদান হিসেবে পেয়েছে, তার ৯৩ শতাংশ টাকাই গেছে বিজেপির তহবিলে। যেসব অনুদানের পরিমাণ ২০ হাজার টাকার বেশি, তার ভিত্তিতেই এই তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল যে আর্থিক হিসাব জমা দিয়েছে, সেই নথি বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ সালে সব কটি জাতীয় রাজনৈতিক দল চাঁদা হিসেবে পেয়েছে মোট ৪৭০ কোটি টাকা। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৪৩৭ কোটি, যা মোট চাঁদার প্রায় ৯৩ শতাংশ।
আর্থিক অনুদান পাওয়ার তালিকায় বিজেপির পরেই আছে কংগ্রেস; কিন্তু অনেকটাই পিছিয়ে। ২০১৭-১৮ সালে আর্থিক অনুদান বাবদ কংগ্রেসের প্রাপ্তি ২৬ দশমিক ৭ কোটি টাকা। কংগ্রেস ও বিজেপি বাদ দিলে আর্থিক অনুদান বাবদ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রহ প্রায় ছয় কোটি টাকা। অন্য দলগুলোর মধ্যে শারদ পাওয়ারের এনসিপি পেয়েছে ২ দশমিক ০৮ কোটি টাকা, সিপিএম ২ দশমিক ৭৫ কোটি টাকা, সিপিআই ১ দশমিক ১৪ কোটি টাকা এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ২০ লাখ টাকা। নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল যে হিসাব জমা দিয়েছে তার ভিত্তিতেই এই রিপোর্ট। বহুজন সমাজ পার্টি ২০ হাজার টাকার বেশি কোনো অনুদান পায়নি বলে জানিয়েছে কমিশনে। সেই কারণে এই তালিকায় তাদের নাম নেই বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সূত্র : আনন্দবাজার।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...