kalerkantho

দুতার্তে ক্লান্ত

ঘুমের কারণে বৈঠকে বাদ

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘুমের কারণে বৈঠকে বাদ

ঘুমিয়ে সময় পার করে দেওয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বৈঠকে যোগ দিতে পারেননি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। প্রেসিডেন্টের মুখপাত্র সালভাদরো পানেলো গত বুধবার বলেন, ‘অতিরিক্ত সময় ধরে কাজ ও মাত্র তিন ঘণ্টা ঘুমের কারণেই’ দুতার্তে আঞ্চলিক ওই সম্মেলনের চারটি বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। তবে এর সঙ্গে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

রদ্রিগো দুতার্তে এর আগেও আন্তর্জাতিক ও নিজ দেশে অনুষ্ঠিত কয়েকটি সম্মেলনে একই কারণে যোগ দিতে পারেননি। ওই সময় থেকেই সবার মধ্যে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের প্রশ্ন জাগতে শুরু করে। অক্টোবর মাসে ক্যান্সার ধরা পড়ার খবর দিয়ে দুতার্তে জানান, যোগ্য কোনো লোক খুঁজে পেলেই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। সূত্র : এএফপি।

মন্তব্য