kalerkantho


হ্যারি-মেগানের ঘরে নতুন অতিথি আসছে

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০হ্যারি-মেগানের ঘরে নতুন অতিথি আসছে

ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মারকেলের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। আগামী বসন্তেই শিশুটির ভূমিষ্ঠ হওয়ার কথা। প্রশান্ত মহাসগরীয় দেশগুলোর সফর শুরুতে গতকাল সোমবার এ ঘোষণা দেন এই রাজ দম্পতি।

কেনসিংটন প্রাদাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ডিউক ও ডাচেস অব সাসেক্স আনন্দের সঙ্গে ঘোষণা করেছে যে ২০১৯ সালের বসন্তে একটি শিশুসন্তানের জন্ম দিতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স।’ এতে আরো বলা হয়, মেগান ‘গত মে মাসে বিয়ের পর থেকে তাঁদের আশপাশের লোকজন ও পুরো বিশ্ব তাঁকে যে সমর্থন দিয়ে চলেছে তার প্রশংসা করেন। এ খবর প্রকাশ করতে পেরেও তিনি অত্যন্ত আনন্দিত।’

যুক্তরাষ্ট্রের সাবেক অভিনেত্রী মেগানের (৩৭) সঙ্গে প্রিন্স হ্যারির বিয়ে হয় গত ১৯ মে উইন্ডসর প্রাসাদে। গতকাল এই দম্পতি সিডনিতে পৌঁছেন। এটিই তাঁদের প্রথম বড় ধরনের বিদেশ সফর। দুই সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে তাঁরা অস্ট্রেলিয়া, ফিজি, টোঙ্গা এবং নিউজিল্যান্ড ভ্রমণ করবেন। সূত্র : এএফপি।মন্তব্য