kalerkantho


ভিয়েতনামের প্রেসিডেন্ট কোয়াং মারা গেছেন

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ভিয়েতনামের প্রেসিডেন্ট কোয়াং মারা গেছেন

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দায়ি কোয়াং মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার দেশটির একটি হাসপাতালে ৬১ বছর বয়সে তিনি মারা যান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানায়। কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের প্রেসিডেন্ট হওয়ার আগে কোয়াং চার দশকের বেশি সময় জননিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছে চীন ও জাতিসংঘ।

দেশটির শীর্ষ নেতাদের চিকিৎসাবিষয়ক কমিটির প্রধান নিগুয়েন কুয়োক ত্রিউকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানায়, ‘বিরল এক ভাইরাসে’ আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট কোয়াং গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শুক্রবার মারা যান। সূত্র : এএফপি।মন্তব্য