kalerkantho


সাইপ্রাস উপকূলে নৌকা ডুবে ১৯ অভিবাসীর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুলাই, ২০১৮ ০০:০০সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় গত বুধবার দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৯ জন মারা গেছে। এ ছাড়া নৌকাটির ৩০ জন যাত্রী ভূমধ্য সাগরে নিখোঁজ রয়েছে। টার্কিশ সিপ্রিওট সিকিউরিটি ফোর্স (জিকেকে) ও বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

জিকেকে জানায়, দেড় শতাধিক সিরীয় নাগরিক নিয়ে একটি নৌকা ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। এ সময় সেটি টার্কিশ সিপ্রিওট নিয়ন্ত্রণাধীন একটি দ্বীপের কাছে ডুবে গেলে ১৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া সমুদ্রে নিখোঁজ হয় ২৫ থেকে ৩০ জন। তুরস্কের কোস্ট গার্ড জানায়, উত্তর সাইপ্রাস উপকূলীয় এলাকার ৩০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। পরে সেখানে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১০৩ জনকে উদ্ধার করা হয়। তারা আরো জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা আনাদোলু জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জাহাজে করে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারসিনে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : এএফপি।মন্তব্য