kalerkantho


ছয় ফিলিস্তিন কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুলাই, ২০১৮ ০০:০০ফিলিস্তিনের ছয় কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানালো যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ফিলিস্তিনের উন্নয়নবিষয়ক এক আলোচনায় অংশ নিতে যাওয়ার কথা ছিল ওই কর্মকর্তাদের। বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন।

ফিলিস্তিনের চরম দারিদ্র্যের অবসান এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে উন্নতিকল্পে জাতিসংঘের নির্ধারণ করা ১৭টি লক্ষ্য অর্জনে ফিলিস্তিন কর্তৃপক্ষের চেষ্টার প্রতিবেদন উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর অফিসের ওই ছয় ব্যক্তির নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেন, যুক্তরাষ্ট্রের কনস্যুলেট তাঁদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলকে দোষারোপ করে তিনি বলেন, অবশ্যই ইসরায়েল তাদের ক্ষমতা দেখিয়ে বিষয়টি জটিল করে তুলেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের অনুপস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষে রিয়াদ মনসুর জাতিসংঘে তাদের প্রতিবেদন উপস্থাপন করেছেন। তিনি বলেন, জাতিসংঘের দেওয়া লক্ষ্য অর্জনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করেছে। তবে ইসরায়েল কর্তৃক দখলদারির নেতিবাচক প্রভাব উন্নয়নের এই লক্ষ্য অর্জনে প্রধান বাধা হিসেবে দেখা দেয়। সূত্র : এএফপি।মন্তব্য