kalerkantho

দলীয় প্রধানের পদ ছাড়লেন মোশাররফ

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদলীয় প্রধানের পদ ছাড়লেন মোশাররফ

নিজের গড়া দল অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত হওয়ায় তিনি দলীয়  প্রধানের পদ ছাড়তে বাধ্য হলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থী হিসেবে অযোগ্য কোনো ব্যক্তি দলের প্রধান হিসেবে থাকতে পারবেন না। মোশাররফের পদত্যাগের পর এপিএমএলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন দলটির  প্রভাবশালী নেতা ড. মুহাম্মাদ আমজাদ।

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট মোশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি দেশে ফেরেননি। এ  প্রসঙ্গে মোশাররফ গতকাল বলেন, তিনি ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের কারণে মন বদলাতে বাধ্য হন। ভিডিও লিংকের সাহায্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এ সামরিক শাসক বলেন, ‘আদালত তাঁর আদেশে বলেছেন যে আমি আগস্ট মাসে আদালতে হাজিরা দেওয়ার আগ পর্যন্ত যেন আমাকে গ্রেপ্তার না করা হয়। এ আদেশের ফলে আমি দেশে ফিরব কি ফিরব না, তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হই।’ তিনি বলেন, আদালতে হাজিরা দেওয়ার পরপরই যদি আমি গ্রেপ্তার হয়ে যাই, তাহলে দেশে ফিরে আমার কী লাভ?’

এপিএমএলের নয়া চেয়ারম্যান ড. মুহাম্মাদ আমজাদ বলেছেন, ‘মোশাররফ দেশে ফিরতে ইচ্ছুক ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে এত কম সময় দেন, এ সময়ের মধ্যে তাঁর ফেরার  প্রস্তুতি, আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা সম্ভব ছিল না।’

২০১০ সালে পাকিস্তান মুসলিম লীগ ভেঙে মোশাররফ লন্ডনে বসে গঠন করেন অল পাকিস্তান মুসলিম লীগ বা এপিএমএল। কিন্তু এই দলেরও  প্রধানের পদে থাকা হলো না মোশাররফের। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

মন্তব্য