kalerkantho

কাশ্মীরে শিশু ধর্ষণ ও হত্যা

নিজেদের নির্দোষ দাবি অভিযুক্তদের

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের কাশ্মীরে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আট ব্যক্তি নিজেদের নির্দোষ দাবি করেছে। জম্মু থেকে ৪০ কিলোমিটার দূরের কাঠুয়া শহরের আদালতে গতকাল অভিযুক্তদের তোলা হলে তারা এ দাবি করে। শুনানি আগামী ২৮ এপ্রিল পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

অভিযুক্তদের আইনজীবী অঙ্কুর শর্মা বলেন, অভিযুক্তরা সত্য-মিথ্যা যাচাইয়ের পরীক্ষা দিতে প্রস্তুত। যদিও আদালত থেকে তেমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। সে জামিনের আবেদন করলে আগামী ২৬ এপ্রিল সিদ্ধান্ত হবে বলে জানান আদালত।

কাঠুয়ার রাসানা গ্রাম থেকে গত জানুয়ারিতে অপহরণ করা হয় মুসলিম বাকারওয়াল সম্প্রদায়ের আট বছরের ওই শিশুকে। পাঁচ দিন তাকে একটি মন্দিরে রেখে ধর্ষণ করা হয়। পরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পাথর দিয়ে মাথা থেঁতলে জঙ্গলে শিশুটির নিথর দেহ ফেলে দেওয়া হয়। সূত্র : এএফপি।

 

 

মন্তব্য