kalerkantho


সিরিয়া-ইরাকে বেসামরিক মৃত্যু বেড়েছে তিন গুণ

কালের কণ্ঠ ডেস্ক   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অভিযানে ২০১৭ সালে আগের বছরের তুলনায় তিন গুণ বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অভিযানগুলোর বেশির ভাগই চালানো হয়েছে শহুরে এলাকায়। গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এ পরিসংখ্যান জানিয়েছে লন্ডনভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা এয়ারওয়ার্স।

গত বছর ইরাকের মসুল থেকে আইএস খেদাতে জোট সমর্থিত ইরাকি বাহিনী তীব্র লড়াই করে। কুর্দিশ বাহিনীর সিরিয়ার রাকা শহর দখলকালেও একই ধরনের যুদ্ধ হয়। এ দুই দেশে ২০১৭ সালে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা তিন হাজার ৯২৩ থেকে ছয় হাজার ১০২ জনের মধ্যে। যেখানে আগের বছর ছিল এক হাজার ২৪৩ জন থেকে এক হাজার ৯০৪ জন।

নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনের আংশিক দায় আছে বলে মনে করে এয়ারওয়ার্স। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আইএসের মূলোৎপাটনে ট্রাম্পের যুদ্ধ ঘোষণা পরিস্থিতি আরো জটিল করে। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপগুলোও নেয়নি ট্রাম্প প্রশাসন। সূত্র : এএফপি।মন্তব্য