kalerkantho

সুর পাল্টানোর চেষ্টা ব্যাননের

কালের কণ্ঠ ডেস্ক   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুর পাল্টানোর চেষ্টা ব্যাননের

হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন দাবি করেছেন, ‘রাষ্ট্রদ্রোহী’ শব্দটি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে সম্পর্কে করেননি। যদিও মাইকেল উলফের সদ্য প্রকাশিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’-এ ব্যাননের মুখ থেকে জুনিয়র ট্রাম্প সম্পর্কে ঠিক এ মন্তব্যটিই শোনা গিয়েছিল।

বিষয়টির নতুন ব্যাখ্যা দিয়ে এক বিবৃতিতে ব্যানন বলেছেন, ট্রাম্প জুনিয়র নন, সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ অ্যাখ্যা দিয়েছিলেন তিনি। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে পাঁচ দিন সময় নেওয়ায় দুঃখও প্রকাশ করেছেন ব্যানন। উলফের বইয়ে ব্যানন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রাশিয়ানদের সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ ও ‘দেশপ্রেমহীন’ অ্যাখ্যা দেন বলে জানায় গণমাধ্যমগুলো।

ট্রাম্প জুনিয়রকে নিয়ে ব্যাননের মন্তব্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এরপর ব্যানন বলেন, তাঁর অভিযোগ পল ম্যানাফোর্টের দিকে। ‘ট্রাম্প জুনিয়র একইসঙ্গে দেশপ্রেমিক ও ভালো মানুষ।’ সূত্র : বিবিসি।

মন্তব্য