kalerkantho

বেসামরিক বিমান চলাচল

সবচেয়ে নিরাপদ বছর ছিল ২০১৭

কালের কণ্ঠ ডেস্ক   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ২০১৭ সাল ছিল সবচেয়ে নিরাপদ বছর। গত সোমবার প্রকাশিত দুটি সমীক্ষা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

দি এভিয়েশন সেফটি নেটওয়ার্ক (এএসএন) এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক বিমানের জন্য ২০১৭ সাল ছিল সবচেয়ে নিরাপদ বছর। এ সময় যাত্রী ও মালামাল পরিবহনের পাঁচটি করে মোট ১০টি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণহানি ঘটে ৪৪ জনের। এই সমীক্ষায় সামরিক বিমান এবং সামরিক যন্ত্রপাতি পরিবহন বিমানের দুর্ঘটনা অন্তর্ভুক্ত করা হয়নি। ১৯৪৬ সাল থেকে এ ধরনের সমীক্ষা চালান শুরু হয়।

বিমান দুর্ঘটনা নিয়ে টিও৭০ সংস্থায় গত সোমবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে টিও৭০ গবেষক অড্রিয়ান ইয়ং বলেছেন, ‘২০১৭ সালে কোনো বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটেনি।’ সূত্র : এএফপি।

মন্তব্য