kalerkantho


ভিঞ্চির ‘সালভাতর মুন্দি’ যাচ্ছে ল্যুভ আবুধাবিতে

কালের কণ্ঠ ডেস্ক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০বিশ্বে শিল্পকর্মের বাজারদর বরাবরই চড়া। সমঝদারদের ভালোবাসা বা অর্থের সাদা-কালো রং পাল্টানোর বিষয়টি যুগপত্ভাবে এর জন্য দায়ী। তাই বলে একটি চিত্রকর্মের দাম হবে ৪৫ কোটি ডলার! গেল মাসে এ দামেই নিলামে বিক্রি হয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির ‘সালভাতর মুন্দি’। বিস্ময়কর তথ্য হলো, যিশুখ্রিস্টের এ ছবিটির ক্রেতা একজন স্বল্প পরিচিত সৌদি প্রিন্স। আর চিত্রকর্মটির গন্তব্য ল্যুভ আবুধাবি—আরব বিশ্বের প্রথম আন্তর্জাতিক জাদুঘর। ক্রেতার নাম নিয়ে লুকোচুরি থাকলেও ছবির মালিকানা আড়াল করার কোনো চেষ্টা করা হয়নি। আরবি, ইংরেজি আর ফরাসিতে করা টুইটে জাদুঘর কর্তৃপক্ষই জানিয়েছে, ‘দ্য ভিঞ্চির সালভাতর মুন্দি আসছে #ল্যুভআবুধাবিতে।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ৫০০ বছরের পুরনো চিত্রকর্মটির একটি ছবিও। দ্য নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে গত বুধবার জানানো হয়, স্বল্প পরিচিত এক সৌদি প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল-সৌদ কিনেছেন ‘সালভাতর মুন্দি’কে। বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর সখ্যতা রয়েছে।

এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় পাবলো পিকাসোর ‘দ্য উইম্যান অব আলজিয়ার্স’। দাম ওঠে ১৭ কোটি ৯৪ লাখ ডলার। সূত্র : এএফপি।মন্তব্য