kalerkantho


ইউক্রেনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১১

কালের কণ্ঠ ডেস্ক   

৩ মার্চ, ২০১৭ ০০:০০ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির কয়ালা খনি শ্রমিক কল্যাণ সমিতি।

ইউক্রেনের জরুরি বিভাগের তরফ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের সময় খনিটিতে ১৭২ জন শ্রমিক কাজ করছিল, যাদের মধ্যে ২০ জন এখনো নিখোঁজ রয়েছে। খনিটিতে কর্মরত অনেক শ্রমিক মাটির নিচে আটকা পড়েছে। আটকা পড়া ওই সব শ্রমিককে উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধারকারীরা।

ইউক্রেনে প্রতিবছরই খনিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বেশির ভাগ খনি জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে সেগুলো পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিস্ফোরণে অনেক মানুষের প্রাণ গেছে। সূত্র : এএফপি।   মন্তব্য