kalerkantho


হিলারির জন্য টিভি বিজ্ঞাপনে মিশেল

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে টেলিভিশন বিজ্ঞাপনে আবির্ভূত হয়েছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। টেলিভিশনে প্রচার শুরু হওয়া ৩০ সেকেন্ডের এই নতুন বিজ্ঞাপনে মিশেলকে বলতে দেখা যায়, ‘আমরা কী করছি তা আমাদের সন্তানেরা দেখছে এবং আমরা যাঁকে আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত করব, সামনের দিনগুলোয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার সামর্থ্য তাঁর থাকবে। হিলারি তাঁর পুরো জীবনটাই আমাদের সন্তানদের মঙ্গলের লক্ষ্যে মানুষজনকে এক সুতোয় গাঁথায় ব্যয় করেছেন। কেননা তিনি বিশ্বাস করেন, প্রত্যেক শিশুই সফল হওয়ার সুযোগ পাওয়ার দাবি রাখে।’

বিজ্ঞাপনচিত্রে মিশেল আরো বলেন, ‘হিলারি এমন এক প্রেসিডেন্ট হবেন যিনি আমাদের সন্তানদের দেখভাল করবেন, যিনি আমাদের সন্তানদের ওপর বিশ্বাস রাখবেন এবং প্রতিদিন তাদের জন্য লড়াই করবেন।’

প্রসঙ্গত, হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা অভিযানে মিশেল ওবামার এটাই প্রথম টেলিভিশন বিজ্ঞাপন। গত সপ্তাহে রেডিওতে হিলারির কথাবার্তা নিয়ে অবশ্য একটি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। ওই বিজ্ঞাপনটি ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, ওহাইয়ো এবং পেনসিলভানিয়াতে প্রচারিত হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।মন্তব্য