kalerkantho


হজ নিয়ে চলছে আরব বিশ্বের বাগিবতণ্ডা

কালের কণ্ঠ ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হজ নিয়ে চলছে আরব বিশ্বের বাগিবতণ্ডা

হজ নিয়ে ইরান রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন উপসাগরীয় আরব দেশের নেতারা। অন্যদিকে হজে ‘অব্যবস্থাপনার’ কারণে সৌদি কর্তৃপক্ষের শাস্তি নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সৌদি সরকারের ভূমিকা নিয়ে নতুন করে ভাবার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনা নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সোমবার কঠোর সমালোচনা করার পর থেকে আরব বিশ্বজুড়ে চলছে বাক্যবাণ ছোড়াছুড়ি।

গালফ কো-অপারেশন কাউন্সিলের প্রধান আবদুল লতিফ আল-জায়ানি গতকাল বুধবার বলেন, আয়াতুল্লাহ খামেনি গত বছর হজের সময় প্রায় দুই হাজার ৩০০ হাজির মৃত্যুর যে দাবি তুলেছেন এবং তিনি সৌদি আরবের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ এনেছেন, তা অসঙ্গত এবং আক্রমণাত্মক। খামেনির বক্তব্য স্পষ্টভাবেই উসকানিমূলক এবং হজ নিয়ে রাজনীতি করার জন্য তাঁর বেপরোয়া চেষ্টা বলে মনে করেন আবদুল লতিফ।

এ ছাড়া সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ গতকাল বলে বসেন, ইরানিরা মুসলিম নয়। সূত্র : এএফপি।মন্তব্য