kalerkantho


ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি সহোদর শিশু নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি দুই ভাই-বোন মারা গেছে। গতকাল শনিবার গাজায় হামাসের ঘাঁটিতে বিমান হামলায় ১০ বছর বয়সী ভাই ইয়াসিন আবু খুশা মারা যায়। এ সময় ছয় বছর বয়সী বোন ইসরা আবু খুশা এবং ১৩ বছর বয়সী ভাই আইয়ুব আবু খুশা আহত হয়। ইসরা মারাত্মক আহত হওয়ায় পরে হাসপাতালে মারা যায়। ফিলিস্তিন মেডিক্যাল সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে ফিলিস্তিনিদের ছোড়া রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়। তবে ওই রকেট হামলায় কেউ আহত হয়নি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল হামাসের স্থাপনা লক্ষ্য করে পাঁচবার বিমান হামলা চালিয়েছে।

ইয়াসিন আবু খুশাকে গতকাল বিকেলেই দাফন করা হয়। তার দাফনে শত শত ফিলিস্তিনি অংশ নেয়। এএফপি।মন্তব্য