kalerkantho


ওআইসি সম্মেলনে ফিলিস্তিন প্রসঙ্গ

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইন্দোনেশিয়ার

কালের কণ্ঠ ডেস্ক   

৮ মার্চ, ২০১৬ ০০:০০মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইন্দোনেশিয়ার

ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো জোকো উইদোদো। রাজধানী জাকার্তায় মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন গতকাল সোমবার তিনি এ আহ্বান জানান।

ফিলিস্তিনের ক্রমশ খারাপ হতে থাকা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগের কথা জানান প্রেসিডেন্ট উইদোদো। এ ক্ষেত্রে ইসরায়েলের আচরণকে ‘একতরফা ও অবৈধ’ বলে সমালোচনা করেন তিনি।  বিশ্বনেতাদের সমালোচনার মুখে ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করে চলেছে।

ফিলিস্তিন ও জেরুজালেমকে কেন্দ্র করে জাকার্তায় ওআইসির এ বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওআইসির ৫৭টি সদস্য দেশের পাশাপাশি জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উইদোদো বলেন, ‘ওআইসির উচিত সমাধানের অংশ হওয়া, সমস্যার নয়। ওআইসি যদি ফিলিস্তিনি সংকট সমাধানের অংশ হতে না পারে তবে সংস্থাটি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।’ সূত্র : পিটিআই।মন্তব্য