kalerkantho


‘মাইক্রোসেফালির জন্য জিকা দায়ী’

কালের কণ্ঠ ডেস্ক   

৬ মার্চ, ২০১৬ ০০:০০অপরিণত মস্তিষ্কের শিশু জন্মের জন্য জিকা ভাইরাস সংক্রমণের দায় প্রমাণের পথে একধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখতে পেয়েছেন, মশাবাহিত এই ভাইরাস গর্ভস্থ শিশুর মাথার খুলি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোষগুলো হয় মেরে ফেলে অথবা নিষ্ক্রিয় করে ফেলে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইনস্টিটিউট ফর সেল ইঞ্জিনিয়ারিংয়ের নিউরোলজির অধ্যাপক গুও লি-মিং গত শুক্রবার এক বিবৃতিতে জানান, জিকা উপদ্রুত এলাকায় গর্ভবতী নারীদের ভ্রূণ ও মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুদের মস্তিষ্কের বহিরাবরণ তথা কর্টেক্সে তাঁরা অস্বাভাবিকতা লক্ষ করেছেন। ভ্রূণের টিস্যুতেও জিকার অস্তিত্ব মিলেছে। এসব বিষয় লক্ষ করে বিজ্ঞানীরা গবেষণাগারে তিন ধরনের মানবকোষের ওপর জিকা ভাইরাসের প্রভাব নিয়ে গবেষণা করেন। এগুলো হলো কর্টেক্স গঠনের জন্য গুরুত্বপূর্ণ এক ধরনের কোষ, স্টেম সেল ও নিউরন। এই তিন ধরনের কোষে কৃত্রিম উপায়ে জিকা ভাইরাস সংক্রমিত করে দেখা যায়, কর্টেক্স সংশ্লিষ্ট কোষগুলো হয় ধ্বংস হয়ে গেছে অথবা নিষ্ক্রিয় হয়ে গেছে। এসব কোষের ওপর জিকার এই প্রভাবই মাইক্রোসেফালির জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় আরো দেখা যায়, অন্য দুই ধরনের কোষের ওপর জিকা ভাইরাসের প্রভাব তুলনামূলক কম। সূত্র : এএফপি।মন্তব্য