ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে 'থাউজেন্ড স্টোরিজ সিজন-২' শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। এবারে মোট ১৫০টি বাঁছাই করা ছবি প্রদর্শিত হয়েছে যার মাধ্যমে ৩টি ছবির আলোকচিত্রীকে দেওয়া হয়েছে শীর্ষ তিনটি পুরস্কার।
গতকাল বৃহস্পতিবার ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘ছবি’ এর আয়োজনে এ অনুষ্ঠানটি বিকেল ৪টায় উদ্বোধন করা হয়।
থাউসেন্ড স্টোরিজ সিজন-২ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও ব্যবসায়ী আফজাল করিম, তাজমা সিরামিক এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মতিউর রহমান এবং বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ডা. মোসাদ্দেক রহমান।
ফেসবুক গ্রুপ ‘ছবি’ এর সভাপতি তৌহিদ পারভেজ বিপ্লব জানান, অনলাইনে দেশ ও বিদেশের আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। এতে ৮২০জন আলোকচিত্রী মোট ৪০৮০টি ছবি জমা দেন। আবদুস এস আলিম, তানভির রোহান এবং ইউসুফ তুষারের বিচারক প্যানেল ১৫০টি ছবি বাঁছাই করেন। সেখান থেকেই বাঁছাই করা হয় শীর্ষ তিন ছবি।
শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে আগামীকাল ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাট ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...