kalerkantho


জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ

চাঁদপুরে সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি    

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৪৫চাঁদপুরে সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সংগীত নিকেতন চাঁদপুরের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা তাদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও নজরুলসংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী কাব্য কণিকা, কণিনিকা মিত্র, তাহমিদ, শ্রাবন্তি মজুমদার, রিমি দত্ত, অন্বেষা দে, নূরে আলম, আশিক পোদ্দার, সাদিয়া আফরিন, তনুশ্রি পাল, সোনালী সাহা, মাসরুদ, রিয়া চক্রবর্তী, পূরবী দে, শংকর আচার্যী এবং  শান্তি রক্ষিত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ, লিটনম্যাগ তরী'র প্রধান উপদেষ্টা ডা. পীযূষ কান্তি বড়ুয়া, উদয়ন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গ সাহা এবং সংগঠক বিশ্বনাথ দাস। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।মন্তব্য