kalerkantho


সংস্কৃতি

সেলিম আল দীন জন্মোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক    

১৯ আগস্ট, ২০১৭ ১০:২১সেলিম আল দীন জন্মোৎসব শুরু

আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার উদযাপিত হলো নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মদিন। এ উপলক্ষে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুটি উৎসব। ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, ভোর হলো এবং শিল্পকলা একাডেমির সম্মিলিত উদ্যোগে 'তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ' স্লোগান ধারণ করে শুরু হয়েছে ছয় দিনের উৎসব। এ ছাড়া একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হয়েছে স্বপ্নদল আয়োজিত তিন দিনের উৎসব।

এর আগে গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে নাট্যকর্মীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে ছিল প্রবন্ধ পাঠ ও আলোচনাসভা। 'শকুন্তলা প্রসঙ্গে' শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন সলিমুল্লাহ খান। সেমিনারে উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও

নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ, ঢাকা থিয়েটারের অধিকর্তা নাসির উদ্দীন ইউসুফ, অভিনেত্রী শিমূল ইউসুফ, নাট্যকার মাসুম রেজা, জাহিদ রিপন প্রমুখ।

আজ শনিবার উৎসবের মূল আয়োজনের উদ্বোধন। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে সেলিম আল দীন পদকে ভূষিত করা হবে। একই সঙ্গে আরো দুজনকে 'মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম পদক' ও 'ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক' প্রদান করা হবে অনুষ্ঠানে।

বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে নাটক 'ধাবমান'। উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল রবিবার বোধন থিয়েটার পরিবেশন করবে 'চন্দ্রাবতীর কথা' এবং বঙ্গলোক পরিবেশন করবে সেলিম আল দীনের গান ও রচনা নিয়ে আলেখ্য 'রূপচান সুন্দরীর পালা'।

'রবীন্দ্রনাথ-সেলিম আল দীন রয় ঐতিহ্যের ধারায়, বাঙলা নাট্যের জয়যাত্রা কভু না হারায়' স্লোগানকে ধারণ করে একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হয়েছে স্বপ্নদল আয়োজিত তিন দিনের জন্মোৎসব। গতকাল সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. আফসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বপ্নদল পরিবেশন করে জাহিদ রিপন নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। তাদের উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে 'সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়' শীর্ষক একক বক্তব্য দেবেন নাসির উদ্দীন ইউসুফ। সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে স্বপ্নদল প্রযোজনা অপূর্ব কুমার কুণ্ডুর রচনা ও জাহিদ রিপন নির্দেশিত জুয়েনা শবনমের মনোড্রামা 'হেলেন কেলার'।

জহির রায়হান চলচ্চিত্র উৎসব শুরু
'প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা'- এ প্রতিপাদ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে দুই দিনের 'জহির রায়হান চলচ্চিত্র উৎসব'। জহির রায়হানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে এ উৎসব। শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে আটটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

গতকাল সকালে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমেদ এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন জহির রায়হানের ছেলে অনল রায়হান ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

সংক্ষিপ্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। উদ্বোধনের পর শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রদর্শিত হয় জহির রায়হানের চলচ্চিত্র 'স্টপ জেনোসাইড', তৌকীর আহমেদের 'অজ্ঞাতনামা', কামার আহমেদ সাইমনের 'একটি সুতার জবানবন্দি' এবং তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলী'। মাঝে উদীচী ও চারুকলা বিভাগ প্রযোজিত প্রামাণ্যচিত্র 'ভাষানপানি' প্রদর্শিত হয়।মন্তব্য