kalerkantho


সাহিত্যের আড্ডা 'উজানি গাঙে নিঃসঙ্গ নোঙর'

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি    

৯ মে, ২০১৭ ১৫:৫০সাহিত্যের আড্ডা 'উজানি গাঙে নিঃসঙ্গ নোঙর'

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথমবারের মতো সাহিত্য আড্ডার উদ্বোধন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকীতে গতকাল সোমবার রাতে 'উজানি গাঙে নিঃসঙ্গ নোঙর' শিরোনামে উপজেলা অফিসার্স ক্লাবে ওই সাহিত্য আড্ডা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।

কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করে দুই ঘণ্টা ধরে সাহিত্যানুরাগীরা রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনার ফাঁকে তারা বলেন, সাহিত্য আড্ডার ভরকেন্দ্রে থাকে নতুন কিছু সৃষ্টির দূরন্ত আবেগ ও আমেজ। ষাটের তরুণ লেখককূলের হৃদয়েও বয়ে গিয়েছিল সেই আবেগ ও আমেজের দুর্বিনীত ঝড়। সেসময়ের তরুণ লেখকরা মত্ত থাকতেন দেশ-বিদেশের নতুন বই পড়ায়, লেখায়, সাহিত্য আড্ডায় এবং নিজের লেখাপাঠ ও প্রকাশে। ষাটের দশকে বিভিন্ন আড্ডায় ও আয়োজিত অনুষ্ঠানে লেখা পাঠের অভ্যাস প্রবল ছিল। বিভিন্ন বিদ্যায়তন থেকে শুরু করে সংঘ, সংস্থা, সভা কিংবা নানা ছোটবড় আড্ডায় লেখাপাঠের মধ্যে সাহিত্যচর্চার প্রয়াস চলত। এখনকার সময়ে সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ কমতে চলেছে। সাহিত্যচর্চার প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।

আড্ডায় সতীর্থ হয়ে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মোসাম্মদ রাসেদা আক্তার, শিক্ষা কর্মকর্তা এন এম মাহবুব আলম, অধ্যক্ষ হারুন-অর-রশিদ, আব্দুল ওয়াদুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক সাংবাদিক আজিজুর রহমান রনি, প্রভাষক আল-আমিন, প্রভাষক আব্দুল জলিল, শিক্ষক এন এন মজিবুর রহমান, শিক্ষক সাংবাদিক বেলাল আহমেদ, শিক্ষক মনির হোসেন খান, শিক্ষক আব্দুল হাই প্রধান শিক্ষক গাজিউল হক চৌধুরী, আবুকাউছার, কৃষি উপসহকারী সুফি আহমেদ, শিক্ষক মোখলেছুর রহমান, শিক্ষক জালাল উদ্দিন, সাহিত্য আড্ডায় সবচেয়ে ক্ষুদে সর্তীথ এসিল্যান্ডের মেয়ে রামযীনা আফশীন উপজেলা শিল্পকলা একাডেমির আনিছুর রহমান, সবুজ প্রমুখ।


মন্তব্য