kalerkantho


কেন্দুয়ায় ছোটকাগজ 'চর্চাপত্র'র মোড়ক উন্মোচন

হাওরাঞ্চল প্রতিনিধি    

৪ মার্চ, ২০১৭ ১৫:২১কেন্দুয়ায় ছোটকাগজ 'চর্চাপত্র'র মোড়ক উন্মোচন

নেত্রকোনার কেন্দুয়ায় সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা কর্তৃক প্রকাশিত শিল্প সাহিত্যের ত্রৈমাসিক ছোটকাগজ 'চর্চাপত্র'র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে চর্চা সাহিত্য আড্ডার ৯১তম সাপ্তাহিক সাহিত্য আসরে এ মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি ফরিদ আহমদ দুলাল। চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী চর্চাপত্র'র সম্পাদক রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক শাহজাহান সিরাজ, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল হাসান, নাট্যকার, সাংবাদিক ও লেখক রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাংবাদিক মহিউদ্দিন সরকার, কবি মাহবুবা খান দীপান্বিতা প্রমুখ। অনুষ্ঠানে চর্চা সাহিত্য আড্ডার সদস্য কবি-লেখকরাও উপস্থিত ছিলেন।

 মন্তব্য