kalerkantho


পঞ্চবটি'র নাট্য বিভাগের যাত্রা শুরু

ফেনীতে 'ভেলুয়া সুন্দরী' মঞ্চস্থ

ফেনী প্রতিনিধি    

১ মার্চ, ২০১৭ ১৩:৫৪ফেনীতে 'ভেলুয়া সুন্দরী' মঞ্চস্থ

ফেনীর পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের নাট্য বিভাগের প্রথম প্রযোজনা 'ভেলুয়া সুন্দরী' গত মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়।

পূর্ববঙ্গ গীতিকা অবলম্বনে রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মন্দিরা বিশ্বাস। এতে অভিনয় করেছেন বিধান চন্দ্র শীল, মন্দিরা বিশ্বাস, পৃত্থীরাজ চক্রবর্তী, অজয় নাথ, সোমা, তিন্নি প্রমুখ। নাটক শুরুর আগে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নাট্য বিভাগ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

 মন্তব্য