kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


সরকার আমিনের ‘গানলামি’

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০৪সরকার আমিনের ‘গানলামি’

তিনি কবি। হঠাৎ একদিন মনে হলো দোয়েল-কোয়েল-ময়নার দেশে বসবাস করে গান গাইবেন না এটা হতে পারে না।

পকেট থেকে মুঠোফোন বের করে রেকর্ড বাটনে চাপ দিয়ে গেয়ে ফেললেন একখানা গান। এরপর সেই গান প্রচারিত হলো সব কাজের কাজী ফেসবুকে। আর যায় কোথায়? ‘নবীন কন্ঠশিল্পী’র গান মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠল।

সরকার আমিন তখন ব্যস্ত গান নিয়ে। একের পর এক গান ফেসবুকে আসতে লাগল। কবির জীবনসঙ্গী সাংবাদিক শাহনাজ মুন্নী ব্যাপারটাতে পাগলামির আঁচ পেলেন। তিনি ভেবেচিন্তে গান আর পাগলামির সমন্বয় ঘটিয়ে নতুন শব্দ সৃষ্টি করলেন ‘গানলামি’। এই শিরোনামেই প্রকাশিত হলো গায়ক সরকার আমিনের একক অ্যালবাম। সেটাও আবার কবির জন্মদিনের একদিন পর।

আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর একটি রেস্তরাঁয় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অ্যালবামের গানগুলোর হলো: ‘সুরের ভুবন জুড়ে লেগেছে আগুন’, ‘তোমার চোখ থেকে যখন জল গড়িয়ে পড়ে’, ‘চিকিৎসা করো ছেড়ে যেও না’, ‘নদীর জলে দুঃখ ভেসে যায়’, ‘প্রয়োজনতমা’, ‘হায় কাঁদলে কি আর প্রেম পাওয়া যায়’, ‘হাঁটতেছে’।


মন্তব্য