kalerkantho


সৈয়দ হকের অভিমানের রংপুর রেল স্টেশন

কালের কণ্ঠ অনলাইন   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৬সৈয়দ হকের অভিমানের রংপুর রেল স্টেশন

রংপুর রেল স্টেশনের প্রতি সৈয়দ শামসুল হকের ছিল এক দুর্বার আকর্ষণ। কেন এই আকর্ষণ?  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ  গত ২৭ মে কালের কণ্ঠে এক লেখায় তুলে ধরেছেন।  

তুহিন ওয়াহিদ তাঁর লেখা বলেন, সৈয়দ শামসুল হক বারবার রেলস্টেশনে যাবেন বলছিলেন। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না রেলস্টেশনে যাওয়ার এত আগ্রহ কেন তাঁর। শতরঞ্জি পল্লী থেকে আমরা দ্রুতই গেলাম রংপুর রেলস্টেশনে। কুড়িগ্রাম থেকে সৈয়দ শামসুল হক ট্রেনে করে রংপুর আসতেন বই কেনার জন্য। স্টেশনে যাওয়ার উদ্দেশ্য শুধু সে কারণে নয়। আস্তে আস্তে তাঁর রেলস্টেশনে যাওয়ার আগ্রহের কারণ উন্মোচিত হলো। আনোয়ারা সৈয়দ হককে তিনি একটি ঘটনাস্থল দেখাবেন বলে রেলস্টেশনে যাওয়া। একবার সৈয়দ শামসুল হক বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। কয়েক দিন পরে যখন তিনি ফিরছিলেন, তখন রংপুর রেলস্টেশনে তাঁর বাবাকে দেখতে পান। যে জায়গায় দাঁড়িয়ে তিনি তাঁর বাবাকে দেখছিলেন আর ভাবছিলেন, বাবার সঙ্গে কথা বলবেন কি না, এমন সময় বাবা-ছেলের চোখাচোখি হতেই দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন, সেই জায়গাটি তিনি দেখান। কোথায় তাঁর বাবা আর কোথায় তিনি দাঁড়িয়েছিলেন সেই স্থান দুটি আলাদা করেও দেখাচ্ছিলেন। তাঁর জীবনের আবেগী একটি ঘটনা। সেই ঘটনাটির খুব প্রাণিত বর্ণনা দিচ্ছিলেন তিনি। তাঁর কথনে সেই সময়ের দৃশ্যকল্প ফুটে উঠেছিল।


মন্তব্য