kalerkantho


কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর

সুরমাকে নিয়ে তারানা হালিমের ডকু ড্রামা

বরগুনা প্রতিনিধি    

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৩সুরমাকে নিয়ে তারানা হালিমের ডকু ড্রামা

বরগুনার পাথরঘাটায় বাল্যবিয়ের নির্মম শিকার ভাগ্যাহত সুরমাকে নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর সুরমার অসহায় জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ডকু ড্রামা।

জনপ্রিয় অভিনেত্রী তারানা হালিমের গ্রন্থনা, উপস্থাপনা এবং পরিচালনায় 'জীবন যেখানে যেমন' নামের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই পর্বের ডকু ড্রামাটি প্রচার করবে চ্যানেল আই। আগামী ২৬ সেপ্টেম্বর রাত ১১টার খবরের পর প্রথম পর্ব এবং ৩ অক্টোবর একই সময় এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে।

চলতি সপ্তাহে বরগুনার পাথরঘাটার রূপধন গ্রামে এ ডকু ড্রামার চিত্রগ্রহণের কাজ শেষ হয়েছে বলে চ্যানেল আই সূত্রে জানা গেছে।

গত ৪ সেপ্টেম্বর 'অভাগিনী সুরমা' শিরোনামে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বরগুনার পাথরঘাটার রূপধন গ্রামের দরিদ্র জেলেবধূ সুরমা। মাত্র ১১ বছর বয়সে বিয়ে হয়েছিল তার। ১৫ বছর বয়সে মা হয় সে। এখন তার বয়স ২০ বছর। এই বয়সেই বিধবা সুরমা। চলতি বছর ২০ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে নিহত হন সুরমার স্বামী ইসমাইল (৩০)।

স্বামীহারা অভাবি সংসারে দুই মেয়ে সুরমার। বড় মেয়ে রাইসার বয়স পাঁচ বছর। ছোট মেয়ে সুমাইয়ার বয়স সাত মাস। বাড়িঘর মিলিয়ে মাত্র তিন কাঠা জমি রেখে গেছেন ইসমাইল। শ্বশুর বেঁচে নেই। শাশুড়িও তাদের ফেলে চলে গেছেন অন্যত্র। সুরমার দিনমজুর বাবা সিদ্দিক মিয়া (৫০) থাকেন ঢাকায়।

 


মন্তব্য