kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


উদীচীর নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২১উদীচীর নৃত্য প্রশিক্ষণ কর্মশালা

দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ সাত দিনব্যপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

প্রযোজনা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালাটি ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকার পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন হবে বলে জানা গেছে। প্রশিক্ষণ চলবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

কর্মশালাতে লোকনৃত্য ও ভরতনাট্যমের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন কামরুল হাসান ফেরদৌস। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশত টাকা। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।


মন্তব্য