kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


রবীন্দ্রনাথের কবিতা নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৫রবীন্দ্রনাথের কবিতা নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা

বাংলাদেশে ও ভারতের যৌথ প্রযোজনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। রেশমী মিত্রের পরিচালনায় এই সিনেমাটিতে দুই দেশের অভিনয়শিল্পীরা কাজ করবেন।

জানা গেছে, বিশ্বকবির বিখ্যাত  ‘হঠাৎ দেখা’ কবিতাটির ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে।

‘হঠাৎ দেখা’ কবিতাটি লেখা হয়েছিল ১৯৩৮ সালের পটভূমির ওপর। আর সেই কথা মাথায় রেখেই ছবির প্লট তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে সেই সময়ের কথা মাথায় রেখেই ছবির সংলাপ। সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরাই এই ছবির উদ্দেশ্য বলে জানিয়েছেন পরিচালক। তিনি আরও জানিয়েছেন, ছবিটির মূল গল্পটি একটি ট্রেনে। সেখানে দুটি চরিত্রের দীর্ঘদিন পর দেখা। আর সেখান থেকেই শুরু ছবিটি।

ছবিটিতে রবীন্দ্রসংগীতের পাশাপাশি থাকছে বাউল গান। ছবিটির শুটিং হবে বীরভূম ও বংলাদেশের বিভিন্ন স্পটে।


মন্তব্য