kalerkantho


ষোলোটি ভুতুড়ে কাহিনীর বই 'রাতে বিপদ'

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৩০ষোলোটি ভুতুড়ে কাহিনীর বই 'রাতে বিপদ'

ভৌতিক, অপ্রাকৃতিক ঘটনার প্রতি আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর পৃথিবীর নানা প্রান্তের মানুষ প্রাচীনকাল থেকে এ ধরনের ঘটনার মুখোমুখি হয়ে আসছে প্রতিনিয়তই। কখনো সেগুলোকে যুক্তি দিয়ে বিচারের চেষ্টা করা যায়, কখনো আবার মেনে নিতে হয় অন্য কোনো শক্তির প্রভাব হিসেবে। 'রাতে বিপদ' বইটিতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশের বেশ কিছু ভুতুড়ে ও অলৌকিক ঘটনার বয়ান। এগুলোর অনেকগুলোই এমন যে পড়তে পড়তে শিউরে উঠবেন, দাঁড়িয়ে যাবে শরীরের রোম। কাহিনীগুলোর বেশ কয়েকটিই বহু পুরনো দিনের। তাই এগুলোতে লোক কাহিনী, কিংবদন্তীর ছোঁয়া লেগেছে।

বিভিন্ন বিদেশি বই, ম্যাগাজিন ও ওয়েবসাইট ঘেঁটে তৈরি করা হয়েছে 'রাতে বিপদ' শিরোনামের এই বইটি। 'হরর জার্নাল' সিরিজের এটি প্রথম বই। লিখেছেন ইশতিয়াক হাসান। বইটি পাবেন নামী প্রকাশনা সংখ্যা ঐতিহ্যের স্টলে (২৫৮, ২৫৯ ও ২৬০)। এ ছাড়াও ঐতিহ্য থেকে ইতিমধ্যে বের হয়েছে 'হরর পত্রিকা ৪'। কয়েকদিনের মধ্যে বেরোবে ভৌতিক গল্প সংকলন 'ছায়াময় ভূতুড়ে'।

 মন্তব্য