kalerkantho

ময়মনসিংহে স্বাধীনতা দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

২৬ মার্চ, ২০১৯ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে স্বাধীনতা দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা

মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মৃত্যুঞ্জয় স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এলাকার প্রায় সহস্রাধিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্বদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এ মহতী কার্যক্রমের উদ্যোক্তা ছিল মৃত্যুঞ্জয় স্কুল ১৯৭৭ ফোরাম। স্কুলের আঙিনাতেই এ সেবা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. অসীম নন্দী এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শামছুল আলম পুরো কার্যক্রমের দেখভাল করেন। সংগঠনের সদস্যরা ছাড়াও ময়মনসিংহের বিশিষ্ট চিকিৎসকগণ এখানে চিকিৎসা সেবা দেন। কর্মসূচি চলাকালে স্কুলের সাবেক প্রধান শিক্ষকগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন মহতী কার্যক্রমের জন্য আয়োজকদের সাদুবাদ জানিয়েছেন।

মন্তব্য