kalerkantho

এমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

বিশেষ প্রতিনিধি    

২২ মার্চ, ২০১৯ ০৩:৩৪ | পড়া যাবে ১ মিনিটেএমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

উপজেলা নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ( এমপি) মো. আফজাল হোসেনকে বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এ নির্দেশনা জানিয়ে তাঁকে চিঠি দেওয়া হয়েছে।

ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান জানান, আফজাল হোসেনের বিরুদ্ধে কিশোরগঞ্জ-৫ আসনের আওতাধীন বাজিতপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই ২১ মার্চের  মধ্যে তাঁকে বাজিতপুর এলাকা ত্যাগ করার জন্যে কমিশন নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, আগামী রবিবার উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ওই উপজেলায়  নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। এর আগে গত দুই ধাপের উপজেলা নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে আরো ১২ জন এমপিকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ ও সতর্ক করে চিঠি দেয় ইসি।

মন্তব্য