kalerkantho

শিবগঞ্জ সীমান্তে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

২২ মার্চ, ২০১৯ ০০:০৪ | পড়া যাবে ১ মিনিটেশিবগঞ্জ সীমান্তে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ লাখ টাকার ৩১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ইয়াবাগুলো জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, ওয়াহেদপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৬/৫ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ১২ নং পাকা ইউনিয়নস্থ কালুপুর মাঠ নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৩১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

মন্তব্য