kalerkantho

নড়াইলে ৫ দফা দাবিতে ইজিবাইকচালকদের বিক্ষোভ সমাবেশ

নড়াইল প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৯ ১৮:৩৫ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে ৫ দফা দাবিতে ইজিবাইকচালকদের বিক্ষোভ সমাবেশ

শহরের মধ্যে বাসসহ ভারি যানচলাচল বন্ধ, যত্রতত্র বাস না রেখে বাস টার্মিনাল চালু করা ,জেলা সড়কগুলোকে ইজিবাইক চলাচলের সুযোগ, ইজিবাইকের জন্য নির্ধারিত স্ট্যান্ড তৈরি, বাস মালিক সিন্ডিকেট করে ইজিবাইক চলাচলে বাধা ও শ্রমিকদের মারধর বন্ধ- এই পাচ দফা দাবিতে বুধবার ২০ মার্চ দুপুরে শহরের পুরাতন টার্মিনালের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইজিবাইক সমিতির সভাপতি মো. লায়েক হোসেন।

কয়েক শ ইজিবাইক শ্রমিক এ সময় বিক্ষোভ সমাবেশে অংশ নেন। জেলা সমিতির সভাপতি লায়েক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, নেত্রী আনজুমান আরা, রওশন আরা কবীর, ইসমোত আরাসহ শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিকদের আন্দোলনের সাথে এ সময় একাত্মতা ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়ের মাহমুদ তুফা।

সভাপতির বক্তব্যে লায়েক হোসেন উপস্থিত নেতাদের উদ্দেশে ইজিবাইকচালকদের ৫ দফা দাবি তুলে ধরেন। 

মন্তব্য