kalerkantho


ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৪৮ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পাওয়ার ট্রলির সাথে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে হামিদ মণ্ডল নামে এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার বিকেল চারটার সময় ঈশ্বরদী-লালপুর সড়কের স্কুলপাড়া চারা বটতলায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া রহম মণ্ডলের ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আরিফুর রহমান সরকার কালের কণ্ঠকে জানান, শনিবার বিকেলে ঈশ্বরদী-লালপুর সড়কের স্কুলপাড়া চারাবটতলায় পাওয়ার ট্রলির সাথে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে অটোভ্যানের চালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিন তামান্না স্বর্ণা কালের কণ্ঠকে জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী কালের কণ্ঠকে জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় দুর্ঘটনা আইনে ইউডি মামলার প্রস্তুতি চলছে। মন্তব্য