kalerkantho


বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৫১বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় জুনাইদ আহমদ জুনেদ (২৩) নামের ট্রাক্টর চালক নিহত হয়েছেন। সে উপজেলার দশঘর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালা মিয়ার পুত্র। বৃহস্পতিবার বেলা ১টায় একই ইউনিয়নের লাটুরবাড়ি নামক এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জুনাইদ আহমদ জুনেদ পেশায় ট্রাক্টর গাড়ির চালক। জুনেদ ও তার বড় ভাই জাহেদ মিয়া প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে হাওর থেকে ট্রাক্টরে করে নোয়াগাঁও মাটি নিয়ে গ্রামের পার্শ্ববতী গ্রামের লাটুরবাড়ী নামক স্থানে ফেলার সময় ট্রাক্টর উল্টে গিয়ে মেশিনের একটি অংশ চালক জুনেদের বুকের মধ্যে ছিটকে পড়ে। এসময় সে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আজ রাত সাড়ে ৮টায় নোয়গাঁও গ্রামের জামে মসজিদের পার্শ্ববর্তী মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।মন্তব্য