kalerkantho


জীবননগরে পরিত্যক্ত অবস্থায় শার্টার গান উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০৭জীবননগরে পরিত্যক্ত অবস্থায় শার্টার গান উদ্ধার

ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি শার্টার গান উদ্ধার করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর গ্রাম থেকে শার্টার গান উদ্ধার করা হয়।

জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্তে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়ার নির্দেশে এস আই নাহিরুল ইসলাম, জিয়াউর রহমান ও এ এস আই সুলতান ও মিলন অস্ত্র উদ্ধার পরিচালনা করেন। 

এ সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শার্টার গানটি উদ্ধার করা হয়।মন্তব্য