kalerkantho


চান্দিনায় ভাতিজার হাতে চাচা খুন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৪২চান্দিনায় ভাতিজার হাতে চাচা খুন

কুমিল্লার চান্দিনায় আপন ভাতিজার চাপাতির কোপে আহত চাচা আব্দুল মান্নান (৫৪) মৃত্যু ঘটেছে।  আজ সোমবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। নিহত আব্দুল মান্নান চান্দিনা পৌরসভা বেলাশহর এলাকার মৃত শরাফত আলীর ছেলে।

নিহতের বড় বোন জমিলা খাতুন জানান, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বাড়ির প্রবেশ পথকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন ভাতিজা ইয়াছিন ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল মান্নান এর মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছয় দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটলে আজ সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মৃত্যু ঘটে তার।

এই বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ করেন নি। যেহেতু মৃত্যু ঘটেছে, সেহেতু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।মন্তব্য