kalerkantho


নিরাপদ সড়কের দাবিতে বড়লেখায় শিক্ষার্থীদের মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি    

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৫৭নিরাপদ সড়কের দাবিতে বড়লেখায় শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়লেখা-ডিমাই সড়কে এই মানববন্ধন করে।

আহত শিক্ষার্থী রহিমা আক্তার ওই বিদ্যালয়ের ছাত্রী। গত শনিবার বিদ্যালয়ের সামনে মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় সে আহত হয়। আহত শিক্ষার্থী রহিমান আক্তার বর্তমানে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেছরিগুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি জানানো হয়। এ ছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের সামনে সড়কে দুটি স্থানে স্পিড ব্রেকার স্থাপন, স্কুল চলাকালীন সময়ে মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপোরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফ উদ্দিন নবাব, প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, ফরহাদ হোসেন দুলাল, বিশু চন্দ্র দে, আব্দুস শুক্কুর, মীর মোহাম্মদ হোসেন আহমদ, শুভ আহমদ, রুমা রাণী দে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান চৌধুরী, দাতা সদস্য খালেদ আহমদ, অভিভাবক সদস্য লুলু মিয়া, দশম শ্রেণির শিক্ষার্থী রুসনা বেগম, ইসতিয়াক হোসেন মাহী, ৮ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইয়াছমিন চৌধুরী ও ৭ম শ্রেণির ছাত্রী রুবাইয়া নবাব সুমী প্রমুখ।মন্তব্য