kalerkantho


সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:০৭সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ফটো

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান রয়েছেন। নিহত অন্যজনের নাম দুলাল হোসেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে চণ্ডীদাসগাতি চারাবটতলা এলাকায় সিরাজগঞ্জ-নলকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

জানা গেছে, বহুতি গ্রামে একটি সালিশ বৈঠক শেষে সঙ্গী দুলালকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।মন্তব্য