মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির দায়ে আকবার সরদার ও আরব আলী মাতুব্বর নামে দুই দুইজনকে আড়াই বছর জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর এলাকার আকবার আলী সরদারকে প্রকাশ্যে গাঁজা সেবন ও আরব আলী মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এ অভিযোগে মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন। এ সময় আরব আলী মাতুব্বরের কাছ থেকে ২ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকবার আলী সরদারকে ছয় মাস ও আরবআলী মাতুব্বরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গাঁজা সেবন দায়ে আকবার আলীকে ৬ মাসের ও বিক্রির দায়ে আরব আলীকে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...