kalerkantho


উপজেলা পর্যায়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত প্রতিযোগীতায়

গফরগাঁওয়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৭গফরগাঁওয়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেরা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সেরা হয়েছে।

সহকারী শিক্ষক ফাতেমা আক্তার বলেন, গত ৬ ফেব্রুয়ারি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজ মঙ্গলবার আমরা খবর পেয়েছি যে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে সেরা হয়েছে। এতে অংশগ্রহণকারী পিচ্চিগুলো আনন্দে আত্মহারা হয়ে উঠে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে সেরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর বলেন, আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফাতেমা আক্তার। তার মাধ্যমেই শিক্ষার্থীরা সংগীত চর্চা করে।মন্তব্য