kalerkantho


যাত্রীবাহী বাস থেকে ৪টি ওয়ানস্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০১৯ ১৫:৪৬যাত্রীবাহী বাস থেকে ৪টি ওয়ানস্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বৃহস্পতিবার সকালে বিজিবি সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে ৪টি ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কয়লাবাড়ী এলাকায় রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালায়। এসময় বাসে রাখা ফলের কার্টুনের ভিতরে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার পাওয়া যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।  মন্তব্য