নাটোরের বাগাতিপাড়ায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৭)। নিহত খালেদ হোসেন রব আড়ানী বাজারের খালেদ সু স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের তার রফিক নামের এক আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন খালেদ হোসেন রব। পথিমধ্যে বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...