kalerkantho


মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১২ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৪মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি মালয়েশিয়াপ্রবাসী স্বামীর সাথে কলহের জের ধরে সাবিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার উদ্ধারকৃত গৃহবধূর লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইলিয়াস খাঁ'র স্ত্রী।

নিহত গৃহবধূ সাবিনার বাবা ঘোষের টিকিকাটা গ্রামের মো. আব্দুল হক জানান, গত একবছর আগে দুই পারিবারের সম্মতিতে ভেচকী গ্রামের মো. মোকছেদ খাঁ'র ছেলে মালয়েশিয়াপ্রবাসী ইলিয়াস এর সাথে সাবিনার বিয়ে হয়। স্বামী মালয়েশিয়া থাকায় সাবিনা বাবার বাড়িতেই থাকতেন। কয়েকদিন আগে শ্বশুর বাড়ির লোকজন ও জামাইয়ের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিনগত রাতে ঘরের দোতালায় ঘুমিয়ে পড়েন সাবিনা। শুক্রবার সকালে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে শুক্রবার বিকেলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য সাবিনার লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মন্তব্য